কালিয়া উপজেলার খাশিয়াল ইউপিতে ৭০০টি বারোমাসি সজিনা চারা বিতরন।

    • আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

    মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ’র উদ্যোগে নিজস্ব ও শুভাকাঙ্খীদের অর্থায়নে মহান মুক্তিযুদ্ধকে স্মরন করে ২৯ জুলাই ১৯৭১টি ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়েছে।

    তারই ধারাবাহিকতায় অত্র ইউনিয়ন এর কৃতিসন্তান খুলনা জেলার এডিসি খান সাদিকুর রহমান এর অর্থায়নে ৭০০টি বারোমাসি সজিনা চারা বিতরন করেন।

    ০২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় বড়দিয়া বাজারে, খাশিয়াল ইউনিয়ন এর ১ ও ২নং ওয়ার্ডের পরিবারের মাঝে ২টি করে চারা বিতরন করা হয় । বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খান আশরাফুল হাবিবের সঞ্চালনায় এবং ইউনিয়নের স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের শিক্ষকদের উপস্থিতে এ বিতরনের শুভ উদ্ভোধন করা হয়।
    খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ বলেন, সকলে চারার যত্ন নিবেন, এ চারা বড় হবে সজিনা দিবে এক সময় সজিনার ইউনিয়ন হিসাবে মানুষ চিনবে।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!