স্টাফ রিপোর্টার: নড়াইলের কালিয়া উপজেলার ৬ নং খাশিয়াল ইউনিয়নে নড়াগাতী থানা পুলিশের নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত হয়েছে।
নারী ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একই সময়ে বাংলাদেশের ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ে পুলিশের আইজিপির নির্দেশে ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় সারা দেশের ন্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন পরিষদে সকল শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
০৬ নং খাশিয়াল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল। সূচনা বক্তব্য রাখেন, এস আই মাসুদুর রহমান।
আরো বক্তব্য রাখেন, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন, ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, বিট অফিসার এস আই আল-আমিন, এএসআই গোলাম নবী, এএসআই আনোয়ার হোসেন, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ খান, থানা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র দাশ, টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক এহতেশাম সাঈদী, ডু-দেবদুন সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ, ঈমাম হাফেজ মাও. খায়রুল ইসলাম, ইউপি সদস্য সুবালা দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। । পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উন্মুক্ত মতবিনিময় সভায় সমাজের সকল প্রকার অপরাধ প্রতিরোধে বক্তা ও স্রোতা দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষনা ব্যক্ত করেন।
উল্লেখ্য কালিয়া উপজেলার বিট পুলিশের আয়োজনে ১৪টি ইউনিয়নে একই সময়ে এ কার্যক্রম অনুষ্টিত হয়।