মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ ২৪ নভেম্বর বুধবার দুপুর১২.৩০ ঘটিকায় নড়াইল জেলার পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম(বার) মহোদয়ের নির্দেশক্রমে সার্জেন্ট জনাব সবুজ মোল্যা সঙ্গীয় অফিসার ও ফোর্স এটিএসআই শরিফুল ইসলাম, এএসআই(নিঃ) নাজমুল হক, নায়েক /১৫৮ ইমদাদুল ইসলাম, কনস্টেবল দশরথ সহ নড়াইল জেলার কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনিয়নের চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট ডিউটি করাকালে নড়াইল হইতে পুরুলিয়া বাজারগামী একটি মোটরসাইকেল থামানোর সিগন্যাল দিলে ড্রাইভার মোটরসাইকেল ও একটি পুরাতন বাটন মোবাইল রেখে দ্রুত পালিয়ে যায়।
মোটরসাইকেলে রাখা একটি ব্যাগ দেখে সন্দেহবশত দায়িত্বরত সার্জেন্ট ও অন্যান্য কর্মকর্তাগণ তাৎক্ষণিক জনসম্মুখে ব্যাগটি তল্লাশি করেন। তল্লাশিকালে ব্যাগের ভিতর মাদকদ্রব্য (গাঁজা) পেয়ে তিনি তৎক্ষণিক গাঁজা, মোটরসাইকেল ও একটি পুরাতন বাটন মোবাইল নিজ হেফাজতে নিয়ে কালিয়া থানা পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে এসে জনসম্মুখে উক্ত Discover-110 সিসির লাল-কালো রংয়ের রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পুরাতন বাটন মোবাইল জব্দ করে থানায় নিয়ে যায়। আসামি গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশ তৎপর রয়েছে।