আব্দুল হাকিম, প্রতিনিধি , রংপুর বদরগঞ্জঃ রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের লালদীঘি বাজারে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন লালদীঘি ডেভেলপমেন্ট সোসাইটি (এল ডি এস) ভবনে লালদীঘি পোস্ট -ই এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, অজ পাড়াগাঁয়ের মাঝে এ ধরনের ব্যতিক্রমী কার্যক্রম দেখে আনন্দে আপ্লুত হয়ে, অতি আগ্রহের সহিত আজ ২৯/০১/২০২১ ইং তারিখ শুক্রবার সন্ধায় আকস্মিক পরিদর্শন করেন, নিজ কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে আসা, জনাব মোঃ মমিনুল ইসলাম , এএসপি( সার্কেল), সৈয়দপুর, নীলফামারী । এ সময় জনাব মোঃ মমিনুল ইসলাম ,এসপি, ট্রেনিং সেন্টারের সকল কার্যক্রম এবং কৌশল সম্পর্কে অবগত হন অজ পাড়াগাঁয়ের মাঝে এত বড় মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য অনেক খুশি হন, এবং বলেন যে এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যকরী ভূমিকা রাখবে । তাই সবাইকে এগিয়ে আসতে হবে, এ ধরনের উন্নয়নমূলক কাজে সবাইকে পাশে থাকা উচিত এবং এই প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয় বেকার সমস্যা সমাধান হবে। সেই সাথে লালদীঘি পোস্ট-ই এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক, জনাব মোঃ আব্দুল হাকিম কে ধন্যবাদ জানান, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন । প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা, প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন, গরীব ও মেধাবী প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজ, পত্রিকার সাংবাদিক, জনাব আলহাজ্ব মোঃ ফেরদৌস আহমেদ , জনাব মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক লালদীঘি ও/এ দ্বি মুখী উচ্চ বিদ্যালয় , জনাব মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় , জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, সুপার, মানসিংহ পুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা, জনাব মোঃ মোস্তাক আহমেদ, সহকারি শিক্ষক, মানসিংহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ আব্দুর রশীদ সরকার, সভাপতি, চাইল্ড হ্যাভেন বিদ্যানিকেতন, লালদীঘি, বদরগঞ্জ রংপুর।