উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন – এমপি মুকুল

    • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

    মোঃ ইব্রাহীম সবুজ, বোরহানউদ্দিন, ভোলা।

    উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক বিভেদ ভুলে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন ভোলা -২ আসনের তরুণ এবং জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ।
    তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।
    বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী।
    আজ ২৩/১১/২০২১ ইং মঙ্গল বার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাট টার্মিনাল চত্বরে আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ টি ইউনিয়নের নৌকার প্রার্থীদেরকে সাতটি ইউনিয়নের উপস্থিত বিভিন্ন পেশাজীবি মানুষদের উপস্থিতিতে পরিচয় করিয়ে দেন এমপি মুকুল । এসময় টার্মিনাল চত্বর লোকে লোকারণ্যে পরিণত হয় । উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় প্রার্থীদের পক্ষ থেকে মিছিলে মিছিল মুখরিত হয় টার্মিনাল চত্বর ।

    গণসংযোগ ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামিলীগের সভাপতি বর্তমান ৯নং বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জসিম উদ্দিন হায়দার , পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নাগর হাওলাদার , কুতুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নাগর হাওলাদার , টগবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ কামরুল আহসান চৌধুরী , হাসান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আবেদ চৌধুরী , কাঁচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব আঃ রব কাজী , দেউলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শাহজাদা তালুকদার।

    ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
    চতুর্থ – ধাপে ভোলার বোরহানউদ্দিন মোট ৭টি ইউনিয়নের ভোট হবে- দেউলা, কাচিয়া,হাসাননগর, টবগী, পক্ষিয়া,বড়মানিকা,কুতুবা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!