প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি:
উজিরপুর পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ ২য় বারের মতো নির্বাচিত হতে যাচ্ছে পৌর নির্বাচন-২০২০। নির্বাচনে জয়ী হতে প্রার্থী ও কর্মীরা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রার্থী ও সমর্থককারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন। পাশাপাশি মহিলা কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই। স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে গিয়ে ইবিএম এর মাধ্যমে ভোট প্রদান করার আহবান জানান ও লিফলেট বিতরণ করেন মহিলা কাউন্সিলর প্রার্থী চলন্তিকা হালদার। তিনি আরও বলেন নির্বাচন সুষ্ঠ হলে বিজয়ের ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী।