লড়াই শামীম :
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ইন্দুরকানীতে ১১ নভেম্বর নৌকা ও সাইকেল মার্কার লড়াই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টি ইউনিয়নে আওয়ামীলীগ(নৌকা মার্কা) ও জাতীয় পার্টি-জেপি(সাইকেল মার্কা)র দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
নৌকা মার্কার প্রার্থী হিসেবে পারেরহাট ইউনিয়নে মোঃ কামরুজ্জামান শাওন তালুকদার, পত্তাশী ইউনিয়নে হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন,ইন্দুরকানী সদর ইউনিয়নে মোঃ মোবারক আলী হাওলাদার ও সাইকেল মার্কার প্রার্থী হিসেবে পারেরহাট ইউনিয়নে গোলাম সরোয়ার বাবুল,পত্তাশী ইউনিয়নে শাহীন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়নে আসাদুল কবির তালুকদার স্বপন মনোনীত হয়েছে।
নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় এবার মূল লড়াই হবে আওয়ামীলীগ মনোনীত নৌকা ও জাতীয় পার্টি – জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থীদের মধ্যে।