নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার একাধিক ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কৃত ইট-ভাটার তালিকায় রয়েছে, উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর এলাকার সুরমা ব্রিকস্, রামকান্তপুর কাঠালতলা এলাকার এমকেএইচকে ব্রিকস্, সদর উপজেলার চৌগাছা এলাকার চিত্রা ব্রিকস্, কালনা ঘাট এলাকার মধুমতি ব্রিকস্সহ বেশকয়েকটি প্রভাবশালীদের ভাটা। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় ঢাকা সদর দপ্তর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম রোজিনা আক্তারের নেতৃত্বে। অভিযান শেষে ইট-ভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে এস্কেভেটর দিয়ে ভাটার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ্য ইট-ভাটা উচ্ছেদ অভিযান আগে থেকেই চলমান ছিল। যার ধারাবাহিকতায় আজ এ অভিযান। পর্যায়ক্রমে সকল অবৈধ ইট-ভাটা বন্ধ করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক হারুনর রশিদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবৈধ ইট-ভাটা বন্ধে এধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।###
খন্দকার সাইফুল
নড়াইল
২৩/১২/২০
০১৭২৪৩২৬০৮৫