যশোর প্রতিনিধি:
যশোর অভয়নগরের প্রেমবাগে প্রশাসন কর্মকর্তা পরিচয়দানকারী হানিফা (৪০) ও তার স্ত্রী’কে আটক করেছে প্রশাসন। গত ১২/০৯/২০২১ তারিখ রবিবার দিবাগত রাত ১১টার দিকে নির্ধারিত ইউনিফর্ম ছাড়াই আনুমানিক ২৫/৩০ জন মিলে প্রেমবাগের নিজ বাসা থেকে আটক করে তাদের।
আটককৃত হানিফা দির্ঘ্যদিন ধরে নিজেকে এএসপি, র্যাব, গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তা আবার কোথাও কোথাও কর্মকর্তাদের ঘনিষ্টজন বলে দাবি করে মোবাইল ফোনে মানুষকে ফাঁদে ফেলে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নেয় এরকমটিই বলছে স্থানীয়রা। অপরদিকে আর্মি, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারী বেসরকারী চাকুরী দেওয়ার নাম করেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে আগেও পুলিশের হাতে আটক হয়েছিলো সে।
আটকের সময় তাদের কাছে কয়েকটি মোবাইল সিম পাওয়া গেছে বলে জানাযায়। আটকৃত হানিফা (৪০) যশোর জেলার অভয়নগর থানাধীন ১নং প্রেমবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড (বনগ্রাম)’র মৃত. গোলাম নবীর ছোট ছেলে। প্রতারক হানিফার সকল কাজে প্রত্যক্ষ সহযোগিতার কারনে তার স্ত্রী’কেও আটক করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন বিষয়টি আমি পরে জেনেছি, প্রশাসন পরিচয়ে তাদের বাসা থেকে নিয়ে যায়, কিন্তু নিদৃষ্ট করে বলতে পারছি না কে বা কারা তাদের কোথায় নিয়েছে, তবে হানিফা দির্ঘ্যদিন ধরে মানুষকে চাকুরী দেওয়ার নামে প্রতারনাসহ নানা রকম বেআইনি কাজের সাথে জড়িত।